JOLE BHASHA PHOOL (জলে ভাসা ফুল) LYRICS- HRIDOY KHAN | NOLOK 2019

JOLE BHASHA PHOOL (জলে ভাসা ফুল) LYRICS- HRIDOY KHAN | NOLOK 2019 PosterSONG Details : 
Song: Jole Bhasha Phool
Singer: Hridoy Khan & Anika
Music : Hridoy Khan
Lyrics : S.A Haque Alik
Movie : Nolok (2019)
Cast    : Sakib Khan | Bobby
Label: Bobstar Films
Release Date : May 22, 2019

JOLE BHASHA PHOOL (জলে ভাসা ফুল) LYRICS

 
কতটা মায়া তোর দুটি চোখে,
আমাকে করেছে ব্যাকুল।
কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম,
আমিতো হয়েছি পাগল।
জেগে থাকি চল তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল। – [ ২ বার ]
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ
জাগবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ
জেগে রবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।
জেগে থাকি চল তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল। – [ ২ বার ]
যাবো না তো দূরে,
রবো না তো ঘরে,
থাক না থাক জোরাজুরি।
আমারই হাতে হাত
যতনে ধরে রাখ,
হোক না তো জানাজানি। – [ ২ বার ]
জেগে থাকি চল তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ কবো কথা,
না হয় হলো পাগলামি।
তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল। – [ ২ বার ]